Subscribe Us

মা মা মা এবং বাবা- আরিফ আজাদ

মা মা মা এবং বাবা- আরিফ আজাদ

মা মা এবং বাবা আরিফ আজাদ রচিত বই। মা বাবা এবং সন্তান এর মধ্যে সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর সম্পর্ক। এই সম্পর্কের কোথাও কোনাে খাঁদ নেই। নেই কোনো স্বার্থ কিংবা স্বার্থপরতার ছোঁয়া। আমাদের পিতা - মাতা নিজেদের সবটুকু ঢেলে দিয়ে আমাদের আগলে রাখেন,ও আমাদের মানুষ করেন, তাদেরকে আমরা আস্তাকুড়ে খুঁড়ে ফেলি। পরিত্যক্ত জঞ্জালের ন্যায় ভাগাড়ে নিক্ষেপ করি। দুনিয়ার লােভ আর মােহে পড়ে যারা বাবা-মাকে ভুলে যায়, ভুলে যায় তাদের অবদান, ত্যাগ আর তিতিক্ষার গল্প, কেমন হয় তাদের পরিণতি? কেমন হয় সেসকল সন্তানদের যাপিত জীবনের গল্প? সেরকম একঝুড়ি গল্পের সমাহার নিয়ে রচিত মা মা মা এবং বাবা।


Post a Comment

0 Comments

Tech from Rony Subscribe My YouTube
Subscribe