মোদির উত্থানের চেপে রাখা ইতিহাস The Untold History of the Emergence of Narendra Modi Pinaki Bhattacharya
নরেন্দ্র মোদির উত্থানের চেপে রাখা ইতিহাস জানতে চান ? কি ছিল সেই মোদির উত্থানের ইতিহাস ? চলুন তাহলে আজকে সেটা নিয়েই আলোচনা করা যাক ।
Are you interested to know the untold history of the emergence of Narendra Modi ? If it is so, this is the right place.
ভারতের প্রধানমন্রী নরেন্দ্র মোদী ৮ বছর বয়সে আরএসএস নামে সংগঠনে যোগ দেয় সেচ্ছাসেবক হিসেবে এবং সেই সংঘটনে সামরিক প্রশিক্ষন নেয়। আরএসএস রাস্ট্রীয় সেবক সংঘ বিজেপির ফাদার অর্গানাইজেশন। বিজেপি আর এস এসের পল্টিক্যাল উইং। আরএসএস এর মিলিট্যান্টরা সামরিক প্রশিক্ষণ
নেয় লক্ষ লক্ষ সারা ভারত জুরে। তারা বিশেষ পোশাক পরে, তারা কুচকাওয়াজ করে, তাদের সমস্ত রীতি আচার সামরিক বাহিনির মত।
এই আরএসএস হিন্দু ধর্মান্ধদের একটি দল যা ১৯২৫ সাল থেকে ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র তৌরির গোল ওয়াকারের স্বপ্নকে পুনর্জীবিত করার জন্য হিন্দুত্ববাদী উদ্দেশ্যে নিয়ে প্রতিষ্ঠা হয়। হেনরিক হিমলারের আর্য স্বপ্নের মতোই মোদি অমিত শাহ ভারতকে শুদ্ধ হিন্দু রাস্ট্র গঠনের দিকে অগ্রসর হচ্ছে। হিটলারের জাতীয় সমাজতান্ত্রিক জার্মান ওয়ার্কার্স পার্টির অনুসারী ক্ষমতাসীন বিজেপি দলটির সংস্কৃতি এবং গোপন রাজনৈতিক লক্ষ্যগুলি পরিচালিত হয় নাজি রাজনীতির অনকরণে।
আমেরিকান ঐতিহাসিক স্ট্যানলি পেইন বলেছেন, রেইসিস্ট আরএসএসের মতাদর্শই হচ্ছে ফ্যাসিজমের ভারতীয় ভ্যারিএন্ট যেখানে সংখ্যালঘুদের কোন স্পেইস নেই। আর এস প্রধান মোহন ভগত বলেছেন, বন্য কুকুরদের থেকে সতর্ক থাকুন। হিন্দুদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে যেন বন্য কুকুরদের থেকে নিজেদের রক্ষা করতে পারে। বন্য কুকুর বলতে তিনি কাদের বুঝাতে চাচ্ছেন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন।
0 Comments